সাংহাইতে মেগাপ্যাক কারখানা বানাবে টেসলা

১১ এপ্রিল, ২০২৩ ০০:৫৯  

চীনের সাংহাইয়ে নতুন একটি ব্যাটারি কারখানা তৈরি করবে ইলন মাস্কের ইলেকট্রিক গাড়ি নির্মাতা কোম্পানি টেসলা। রোববার এই বিদ্যুচ্চালিত গাড়ি নির্মাতা কোম্পানি ঘোষণা দেয়, তারা নতুন এই ‘মেগাপ্যাক’ কারখানার নির্মাণকাজ শুরু করবে এই বছরের শেষ নাগাদ। খবর এনগ্যাজেট।

খবর অনুযায়ী, ২০২৪ সালের দ্বিতীয় প্রান্তিকের মাঝামাঝি সময়ে নতুন কারখানাটির কার্যক্রম শেষ হওয়ার পর এটি বার্ষিক ১০ হাজার মেগাপ্যাক পর্যন্ত বৈদ্যুতিক শক্তি উৎপাদনে সক্ষম হবে।

এর ‘কন্টেইনার আকৃতির’ প্রতিটি ব্যাটারি প্রায় তিন হাজার ছয়শ বাড়িতে এক ঘণ্টার জন্য বিদ্যুৎ সরবরাহ করতে পারে বলে জানিয়েছে এনগ্যাজেট।

ডিবিটেক/বিএমটি